Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Pages

Recent Writings

{latest}

Vocab Batch এ ভর্তি চলছে

শুরু হচ্ছে আমাদের ভোকাব ব্যাচ। ডিটেইলস:  - পত্রিকা থেকে ডেইলি ভোকাব দেওয়া হবে ( মাসে ২০ দিন +) - ডেইলি ভোকাব থেকে এক্সাম নেওয়া হবে ( মাসে ২০...



শুরু হচ্ছে আমাদের ভোকাব ব্যাচ।

ডিটেইলস: 
- পত্রিকা থেকে ডেইলি ভোকাব দেওয়া হবে ( মাসে ২০ দিন +)
- ডেইলি ভোকাব থেকে এক্সাম নেওয়া হবে ( মাসে ২০+ এক্সাম) 

এছাড়া থাকছে- 
- ফেনম PDF
- ক্যারিয়ার গাইডলাইনস
- অন্যান্য 




প্রতিদিন পত্রিকা পড়তেই হবে জবের জন্যে, তবুও আমরা পড়ি না। 
ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং আমাদের ভাল না জাস্ট পেপার না পড়ার জন্যে। এছাড়া ম্যাক্সিমাম ভোকাব প্রিভিয়াস ইয়ার ও পেপার বেইজড হয়। 

তাই পেপার নিয়ে আমাদের এই ব্যাচ।

কোর্স ফী খুবই কম। 
মাসে মাত্র ৫০ টাকা! 

ভর্তি প্রক্রিয়া: সব ধাপ পড়ে এরপর টাকা পাঠান- 
1. বিকাশ করুন, অবশ্যই রেফারেন্সে আপনার নাম লিখতে হবে। না হয় ভর্তি ক্যান্সেল। বিকাশ: 01406097810
2. যে নাম্বারে বিকাশ করেছেন সে নাম্বারে টাকা পাঠানোর স্ক্রিনশট দিন। টাকা পাঠানোর সময় রেফারেন্স দিবেন। 
3. স্ক্রিনশট দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে আপনাকে প্রয়োজনীয় ফর্ম ও গ্রুপ লিংক ও নির্দেশনা দেওয়া হবে। 




ভোকাব ব্যাচের বিস্তারিত জানতে নিচের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন:  https://chat.whatsapp.com/Lq5487z7EqUA68gEuLNoHh

আমাদের ফেইসবুক গ্রুপ: 

Thank you

No comments