Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Pages

Recent Writings

{latest}

50 BCS Written Batch বিস্তারিত

  শুরু হচ্ছে 50 BCS Written ব্যাচ-  বৈশিষ্ট্য:  - সব বিষয়ের ক্লাস ও গাইডলাইন - খাতায় লিখার স্ট্রাটেজি শেয়ারিং - স্যাম্পল প্রশ্নের উত্তর চেকি...

 



শুরু হচ্ছে 50 BCS Written ব্যাচ- 


বৈশিষ্ট্য: 

- সব বিষয়ের ক্লাস ও গাইডলাইন

- খাতায় লিখার স্ট্রাটেজি শেয়ারিং

- স্যাম্পল প্রশ্নের উত্তর চেকিং ও ফিডব্যাক 

- অন্যান্য 


যাদের জন্যে কোর্সটি- 

- যারা 50 BCS Written দিবেন।

- 50 BCS এ ভাল প্রিপারেশন সহ যারা ক্র‍্যাক করতে ব্যর্থ হবেন তাদের জন্যে। কারণ পরের প্রিলি ১ বছর পর হবে। 

- যারা BCS গোল নিয়ে আগাচ্ছেন, রিটেন গুছিয়ে নিতে পারেন।


ডিউরেশন ও সময়

- ক্লাস রাতে হবে। উইকেন্ডে বা হলিডে তে দিনেও হবে। 

- ডিউরেশন ৫০ বিসিএস রিটেন পর্যন্ত


ভর্তির আগে অবশ্যই জেনে নিবেন-

- বই কিনা লাগবে মাস্ট। কোন পিডিএফ খোঁজা যাবে না। দেওয়া হবে না। এইটা খুবই বিব্রতকর ব্যাপার। 

- সিরিয়াসলি পড়তে হবে।  

- গাইডলাইন ফলো করতে হবে। 

- জব যারা করেন না তারা প্রিভিলেজ পাবেন। যারা জব করেন তারা নিজেদের মত করে কোর্স এডজাস্ট করবেন। আপনাদের মত করে কোর্স এডজাস্ট হবে না। 

- সায়েন্স ব্যাকগ্রাউন্ড ভর্তির ক্ষেত্রে প্রিভিলেজ পাবেন। কারণ ভর্তি নির্দিষ্ট সংখ্যক দেওয়া হবে। 

- একদম জিরো প্রিলি প্রিপারেশনের কেউ ভর্তি হবেন না৷ 

- কোন রেকর্ড ক্লাস থাকবে না।



কোর্স ফী- 

- কোর্স ফী ২০০০ টাকা। যেহেতু সব সাবজেক্ট গাইডলাইন পাবেন। 


ভর্তি প্রক্রিয়া: 

- বিকাশ / Cellfin:  01840 280 644 

- রেফারেন্সে নিজের নাম অবশ্যই দিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন।।


Whatsapp group: https://chat.whatsapp.com/BhzUDNV8gYs2gtqiO00X2m


Youtube লিংক- https://youtu.be/7mkj-1M7KtQ


যেসব ব্যাচে ভর্তি চলছে- 

- 50 BCS Written 

- Monthly Vocab Batch


আপকামিং ব্যাচ- 

- ৫১ বিসিএস জিকে 

- ইথিক্স

- ভূগোল 

- বাংলা সাহিত্য ও অন্যান্য 



51 BCS Group: https://chat.whatsapp.com/FvmzJpo9I3WKXhcwFqf669


Follow the Job Preparation With Biborno Rafi channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaapnAE1t90k7ux8ko2I


ফেইসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/305809805491537/?ref=share&mibextid=NSMWBT


Thank you.

No comments