এ যাত্রায় তোমায় না পেলে, আমি পরের যাত্রাতেও তোমাকে চাইনা। বরং জীবন এক যাত্রার হোক, ক্যানভাসে ভুল রং নিয়ে সব জীবন বইতে চাইনা। আমি এ ...
এ যাত্রায় তোমায় না পেলে,
আমি পরের যাত্রাতেও তোমাকে চাইনা।
বরং জীবন এক যাত্রার হোক,
ক্যানভাসে ভুল রং নিয়ে সব জীবন বইতে চাইনা।
আমি এ যাত্রায় তোমায় না পেলে,
এই আকাশ, রংধনু, বাতাস, খোলা চুল,
চুড়ির টুংটাং শব্দ, কোন যাত্রায় চাইনা,
তীব্র অন্ধকার চাই,
অশান্ত সমুদ্র বারবার পাড়ি দিয়ে ক্লান্তি চাইনা,
তার চেয়ে বরং আমি বিদায় চাই,
আমি কোন যাত্রায় বকুল চাইনা, শিউলিও না।
এ যাত্রায় তোমায় না পেলে,
আমি পরের যাত্রাতেও তোমাকে চাইনা,
আমি বরং পরের যাত্রায় একাকী বিলাপ করে কাটাবো,
আকাশ, হাসি, দৃষ্টি, ভালোবাসা কিংবা বাঁকা হয়ে যাওয়া টিপের।
পরের যাত্রায় না, বরং আমি তোমাকে এ যাত্রাতেই চাই,
আরো কিছু ভুল করে আমি কৃষ্ণচূড়ার লাল পাহাড়ে তোমার সাথে বৃদ্ধ হয়ে বিদেয় হলাম,
এই বকুলের শপথ,
তোমাকে এ যাত্রায় না পেলে,
আমি সব যাত্রা সাঙ্গ করবো।
No comments