Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Pages

Recent Writings

{latest}

একদিন আমার বৌ সাজবে?

একদিন আমার বৌ সাজবে? হোক না সেটা খেলার ছলে মিথ্যা মিথ্যা? তোমার কাধে মাথা রেখে চেয়ে রইব আকাশ পানে, হোক না সেটা এমনি এমনি কারণ ছাড়া? ...

একদিন আমার বৌ সাজবে  Bou sajbe


একদিন আমার বৌ সাজবে?
হোক না সেটা খেলার ছলে মিথ্যা মিথ্যা?
তোমার কাধে মাথা রেখে চেয়ে রইব আকাশ পানে,
হোক না সেটা এমনি এমনি কারণ ছাড়া?


একদিন আমার বউ সাজবে?
আমি চোখ বুজে তোমার হাতে হাত রেখে হেটে যাবো,
হোক না সেটা খেলার ছলে অন্ধ সেজে?

একদিন চল হেটে যাব দীর্ঘ পথ,
হোন না সেটা কারণ ছাড়া কোন এক অজুহাত ?
একদিন জড়িয়ে ধরে বলব ভালবাসি,
একদিন জড়িয়ে ধরে অনেক কাঁদব;
তুমি নাহয় আলতো করে ছাড়িয়ে বললে খেলা যে শেষ হল।


একদিন আমার বউ সাজবে?
খেলার ছলে অকারণে?

2 comments