কবিতা উপন্যাস আর ভালবাসা নিয়ে হাজির, উত্তেজনায় কাঁপছে শরীর, শঙ্কা, ভয়, উচ্ছ্বাস, আজ তোমার মনটা দখল নিব আমি।। তোমার মনটা দখল নিব আমি...
কবিতা উপন্যাস আর ভালবাসা নিয়ে হাজির,
উত্তেজনায় কাঁপছে শরীর,
শঙ্কা, ভয়, উচ্ছ্বাস,
আজ তোমার মনটা দখল নিব আমি।।
তোমার মনটা দখল নিব আমি,
শুরু হবে একনায়কতন্ত্র,
আর পাহারা দেব শতাব্দীর পর শতাব্দী,
চারিদিক ঘিরে দিব কাঁটাতারের বেড়ায়,
জারি করব ১৪৪ ধারা,
সাইনবোর্ডে থাকবে, "নিরাপদ দূরত্ব বজায় রাখুন"।
যত আঘাত আসুক,
সাহসী যোদ্ধার মত ঠেকিয়ে দেব সব,
নির্বিচারে শেষ করে দিব বিন্দুমাত্র বিপদসংকেত,
নিরাপত্তাবলয় সৃষ্টি করব তোমার মনকে ঘিরে,
আর মোটা হরফে লিখে দিব,"বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ"।।
No comments