Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Pages

Recent Writings

{latest}

বেয়াড়া জীবন।

কিছু বিরক্তিমাখা অভিযোগ ছিল, অসময়ে ফুল ঝরে যাওয়ার রাগ, তন্দ্রাচ্ছন্ন মেঘলা আকাশের হতাশা, জমিয়ে রাখা সব অনুভূতি, নিথর আজ দক্ষিণা শীতে।...

Beyara jibon bangla kobita

কিছু বিরক্তিমাখা অভিযোগ ছিল,
অসময়ে ফুল ঝরে যাওয়ার রাগ,
তন্দ্রাচ্ছন্ন মেঘলা আকাশের হতাশা,
জমিয়ে রাখা সব অনুভূতি,
নিথর আজ দক্ষিণা শীতে।


ঠিক যখন বছর পঞ্চাশেক বাদে,
ক্ষয় হবে দৃষ্টি,
রং হারা চুল বা অসাড় এক ভর লাঠি হাতে,
একই অভিযোগ আর রাগ কিংবা হতাশা,
শুধু বসে দক্ষিণা জানালায়,
ক্ষীণ দৃষ্টিতে আকাশ দেখার ছলে যদি আক্ষেপ হাজির হয়,
যদি দু'ফোটা অশ্রু আগমনে সিক্ত হয় পৃথিবী,
তুমি মনে অপরাধ নিও না,
'ভালোবাসা'টা বড্ড বেয়াড়া.... :)

2 comments