Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Pages

Recent Writings

{latest}

করোনা এবং অর্থনৈতিক মন্দা

সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দা হয় ১৯৩০ সালের দিকে। তারপর ২য় বিশ্বযুদ্ধ কেন্দ্রীক কিছু মন্দা হয়, আর সর্বশেষ ছোটখাটো মন্দা আসে ২০০৮ সালে। ...



সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দা হয় ১৯৩০ সালের দিকে। তারপর ২য় বিশ্বযুদ্ধ কেন্দ্রীক কিছু মন্দা হয়,
আর সর্বশেষ ছোটখাটো মন্দা আসে ২০০৮ সালে।
তো মন্দা ফেইস করার অভিজ্ঞতা আমাদের আহামরি নেই,
যারা অর্থনৈতিক মন্দা নিয়ে পড়ছেন তারা বাদে।
মোটামুটি ভাল একটা সতর্কবার্তা দিয়ে দেয়া হয়েছে,
করোনা পরবর্তী সময়ের জন্যে।
ILO কয়েকদিন আগে রিপোর্ট করে, বিশ্বজুড়ে প্রায় আড়াই কোটি জব হারাবে, যদি করোনায় অবস্থা বেশি খারাপ না হয়। আর নয়ত সংখ্যা আরো বাড়বে।
আর আয় কমবে ৩ লাখ ৪০ হাজার কোটি মার্কিন ডলার।
কয়েকদিন আগের বিশ্ব আর কয়েকদিন পরের বিশ্ব এক হবেনা। ব্যাপারটা বুঝতে হবে।
মহামারী পরে মন্দা শুরু হয়, বাড়ে দারিদ্র্য বাড়বে অরাজকতা।
নাহ ভয় পাওয়ার জন্যে না, বরং আমাদের সচেতন হওয়া লাগবে, ক্ষতি যথেষ্ট পরিমাণ কমানোর জন্যে কাজ করতে হবে। 
মজার মজার চ্যালেঞ্জ দিয়ে আপনারা অনলাইন পোর্টাল গুলাকে বড়লোক বানিয়ে দিচ্ছেন, টাকা কিন্তু আপনার পরিবার থেকেই  যাচ্ছে। সে টাকার কতটুকু কামাতে পারবেন তার গ্যারান্টি  নেই।  
ঘরে বসে ফ্রাস্টেশনে ভুগার মত বিলাসিতা আমাদের মত দেশে দেখানোর সুযোগ কম। ব্যাপারটা মেনে নেয়া লাগবে। মনে মনে দেশকে বিশাল বড়লোক ভাবলেই হয়ে যায়না।
যারা অনলাইনে ক্লাস করছেন। মনোযোগ দিয়ে করেন। অনেকে মজা নিচ্ছেন, ঠিক না। একসময় আফসোস করা লাগবে।
গতকাল একজন ম্যামের সাথে কথা হচ্ছিল। ম্যাম জানালেন, তাঁরা ব্যাচ থেকে অসহায় মানুষের জন্যে কাজ শুরু করবেন ভাবার পর দেখেন অনেক ব্যাচমেটেরই সাহায্য লাগতেছে।
ব্যাপারটা এমন নিষ্ঠুর হতেও পারে।
নিজেকে গড়ে তোলার ব্যাপারে খামখেয়ালিপনা বাদ দেয়া লাগবে।
কারণ আপনারাই বাংলাদেশ। আপনারা যা করবেন সেটাই হবে জিডিপি, এক সময় আপনারাই হবেন অর্থনীতির ভিত্তি।
corona orthonoitik monda

1 comment

  1. ভালো লিখেছেন।

    ReplyDelete