কি বিষণ্ণ রাত নামে জানালার গ্রিল চেপে, পীচের পথ, ল্যাম্পপোস্ট আর তোমার বাড়ির আঙিনা ছাড়িয়ে, কী শীতল, অচেনা, কী ভারী দীর্ঘশ্বাসের মত, এই গ...
পীচের পথ, ল্যাম্পপোস্ট আর তোমার বাড়ির আঙিনা ছাড়িয়ে,
কী শীতল, অচেনা,
কী ভারী দীর্ঘশ্বাসের মত,
এই গাঢ রাত বুকে বসে গলা চেপে ধরে।
মাঝেমাঝে জ্যোৎস্নায়, সব ভৌতিক মনে হয়,
তুমি,আমি কিংবা সবাই,
নোনা জলে বাসা বাঁধে,
কী করুণ, কী দুর্বিষহ ছটফটানি দুচোখে!
গ্রিল চেপে পালিয়ে যেতে চাই কখনোসখনো,
দূরে দৈত্যের অট্টহাসি শুনা যায়,
এক বীভৎস নরকে কাটছে জীবন।

No comments