কল্পনা বাস্তবের মাঝখানে দাঁড়িয়ে, মৃত্যু নাকি জীবন, হিসেব নেই। বেলীর তীব্র গন্ধ আকাশ টাকে ফালিফালি করে ছিঁড়ে ফেললো, সেই থেকেই তোমার আর আম...
মৃত্যু নাকি জীবন, হিসেব নেই।
বেলীর তীব্র গন্ধ আকাশ টাকে ফালিফালি করে ছিঁড়ে ফেললো,
সেই থেকেই তোমার আর আমার আকাশ আলাদা,
আলাদা মেঘ, আলাদা রোদ, আলাদা রঙধনু।
আমার এক ফাঁলি আকাশ নিয়ে রোজ ভাবি,
স্কচটেপ দিয়ে তোমার আকাশের সাথে জোড়া লাগিয়ে দিব,
পরে জেনেছি, ভালবাসা ছাড়া দু আকাশে জোরা লাগে না!
আমার এক ফালি আকাশ মাঝেমধ্যে তীব্র নীলাভ হয়ে উঠে,
তখন তোমার আকাশের প্রতিবিম্ব দেখা যায়,
একই দেখতে, তবু কি তফাৎ!
যার আকাশক্ষয় হয় সে'ই বুঝে,
কী তীব্র দহন বুকে নিয়ে সে ভালবাসা খুঁজে।

সুন্দর...... ❤
ReplyDeleteধন্যবাদ!
ReplyDeleteসুন্দর ❤
ReplyDeleteধন্যবাদ
Delete