বেশ কিছুদিন ধরেই করোনা ভাইরাসে আক্রান্ত VIP দের জন্যে আলাদা করে চিকিৎসা সেবা প্রদানের একটা নিউজ প্রকাশ হয়। যদিও এর সত...
বেশ কিছুদিন ধরেই করোনা ভাইরাসে আক্রান্ত VIP দের জন্যে আলাদা করে চিকিৎসা সেবা প্রদানের একটা নিউজ প্রকাশ হয়। যদিও এর সত্যতা নিয়ে
একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এ নিয়ে সম্প্রতি বিবিসি বাংলার একটা নিউজ কোট করতে চাই,” করোনাভাইরাস: 'ভিআইপিদের' চিকিৎসায়
আলাদা হাসপাতাল নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়েছে যুক্তি, অস্বীকার করছে তথ্য মন্ত্রণালয়।“ (২২ এপ্রিল ২০২০, লিংকঃ bbc.com/bengali/news-52382318)
এটা কতটুকু সত্য বা মিথ্যা সেদিকে যাচ্ছিনা। কিন্তু এই সম্পর্কিত
নিউজ যথেষ্ট সমালোচনার জন্ম দিয়েছিল।
কিন্তু কেন? বাস্তবিক দিক দিয়ে আমরা ভিন্ন ডায়মেনশন থেকে বিশ্লেষণ
করি।
দেশের সিস্টেম ক্যাপিটালিজম। এর প্রাথমিক ধারণা মাফিক যার টাকা আছে সে ল্যাব এইড বা বড় বড় হাসপাতালে চিকিৎসা নিবে, যার টাকা নাই সে সরকারি হাসপাতালের টিকেট কাটবে। এটা একাত্তরকালীন পরিকল্পনা না থাকলেও সময়ের স্রোতে এটাই বাস্তবতা হয়ে
দাড়িয়েছে। কারণ বিশ্লেষণে না যাই। মজার ব্যাপার
হচ্ছে দেশের অধিকাংশ মানুষ যারা VIP চিকিৎসার সমালোচনা করছেন তারাও এই মানসিকতাই ধারণ করেন। যেমন আপনার টাকা আছে, আপনি ঈদে ১০/১৫ হাজার টাকার জামা কিনবেন, যার টাকা নাই সে ছিঁড়া জামা পড়বে। আপনার টাকা আছে তাই গরুর মাংস খাবেন, যার টাকা নাই তাকে অবশিষ্টাংশ দিচ্ছেন। এই সময় পর্যন্ত কোন সমস্যা নাই। কিন্তু যখনি সে অধিকাংশ মানুষ গরুর মাংস কিনতে পারবে না, তখনি সমাজ ব্যবস্থার তুলোধুনো করে ছাড়বে।
অর্থাৎ, নিজে ভুক্তভোগী না হলে অধিকাংশ মানুষের বৈষম্যে কিছু যায় আসে না। বরং তারা খুশি হয়। যেমন নগরী তে যখন এসি বাস চালু করা হয় , তখন যাদের সামর্থ্য আছে তারা খুশি হয়। কিন্তু প্রতিবাদ করে যাদের সামর্থ্য নাই তারা। এক্ষাত্রে যারা খুশি হয়েছিল তারাই আবার প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করাতে না পেরে প্রতিবাদ করে, ধনীরা তখন চুপ থাকে, বরং খুশিই হয়, কারণ ভিড় কম হয় সেবা ভাল পাওয়া যায়। তো এই করোনায় যখন সরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠানের অবস্থা আশাজাগানিয়া
পর্যায়ে নেই, সেই ধনীরা ভাল চিকিৎসার ডিমান্ড করবে এটা স্বাভাবিক। আর এক্ষেত্রে ভুক্তভোগী যখন বাকি সবাই, তখন সবাই সংবিধানের ধারা সহ ভুল ধরতে নিয়ে ব্যস্ত। সমালোচনার মাত্রা তাই একটু বেশি।
অথচ এই সিস্টেমটা সবাই মিলেই বানিয়েছে।
আজ আপনারা যে সমালোচনা করছেন, তার অধিকাংশ সমালোচনা আপনাদের গায়েও লাগা উচিত।
এই করোনা চলে গেলে, আপনারা আবার সেই আগের মানসিকতায় ফিরে যাবেন। আবার বিশ্বাস করবেন সব সুযোগ সবার জন্যে না, সব সম্পদ সবার জন্যে না। আবার আপনারা বিশ্বাস করবেন যার টাকা আছে সে ভাল থাকার অধিকার রাখে। বাকিরা জীবন যুদ্ধে হেরে গেছে, আপনারা জয়ী তাই এর দায় আপনাদের না।
এখন করোনা আমাদের অনেক কিছু শিখাচ্ছে, এটাও বড় একটা শিক্ষা। হয় আমরা আগামীতে এই জ্ঞান কাজে লাগাবো। নয়ত আবার কোন ভবিষ্যৎ মহামারীতে পত্রিকায় বা সামাজিক প্ল্যাটফর্মে সমালোচনা করতে হবে।

No comments