Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Pages

Recent Writings

{latest}

ভালবাসার ইশতেহার

যেহেতু তোমাকে দেখলেই রোদ্দুরে ছেয়ে যায় আকাশ, এবং, যেহেতু তোমায় দেখলেই সব শক্তি ভর করে শরীরে, ইচ্ছে হয় নিমিষেই হারিয়ে দেই সারা বিশ্ব,...

valobashar ishtehar bangla premer kobita

যেহেতু তোমাকে দেখলেই রোদ্দুরে ছেয়ে যায় আকাশ,

এবং,

যেহেতু তোমায় দেখলেই সব শক্তি ভর করে শরীরে,
ইচ্ছে হয় নিমিষেই হারিয়ে দেই সারা বিশ্ব,

এবং,

যেহেতু তোমায় দেখলেই হৃদস্পিন্দন বেড়ে যায় হু হু করে,আর তুমি পাশে এলেই এই বোকা ফুসফুসটা শ্বাস নিতেই ভুলে যায়,

এবং,

যেহেতু তোমার সাথে থাকলে সব সকালকেই লাগে শরতের সকাল, বিকেল হয়ে যায় শীতের বিকেল!
বড় ইচ্ছা হয় ভাঙাচোরা স্টেডিও এর পাশে বসে বাদাম খেতে খেতে বুড়িয়ে যাই,

এবং,

যেহেতু তুমি ছাড়া এ জীবন ছন্দহীন পানসে কবিতা,

এবং

যেহেতু তুমি ছুঁলেই বসন্ত হাসে,

এবং

যেহেতু তুমি এক পলক তাকালেই মেরুদণ্ড বয়ে শিরশিরে অনুভূতি

এবং,

যেহেতু তুমি ছাড়া অচল জীবন,পথ হারায় তারার দল,

এবং,

যেহেতু আমি বুঝেছি, তোমাতে পরাধীনতাই আমার মুক্তি,

সেহেতু,
রোদ্দুর পাগল আমার তোমাকে চাই,
সেহেতু,
তৃতীয় বিশ্বযুদ্ধ তোমায় নিয়েই হোক, এসব মন্ত্রী নৌকো ঘোড়া তুড়িতেই উড়িয়ে দেব,
সেহেতু,
এই খা খা করা চোখ দুটোর তোমাকেই চাই,
সেহেতু,
চিরযৌবনা বসন্ত শীতের লগ্নে তোমাকেই চাই,
সেহেতু,
তুমি আমার,
সেহেতু,
এই প্রচন্ড ভালোবাসা তুমি নিয়ে নাও,
সেহেতু,
চলো তুমি আমি আমরা হয়ে যাই।

No comments