অগাধ ভালোবাসার পর, এক চৈতালী অলস দুপুরে মনে হলো, কিছুটা হিসেবনিকেশের দরকার ছিল। গভীর নীলাভ চোখের এক কোণে পরে পরে অজস্র অভিমানের রেখ...
অগাধ ভালোবাসার পর,
এক চৈতালী অলস দুপুরে মনে হলো,
কিছুটা হিসেবনিকেশের দরকার ছিল।
গভীর নীলাভ চোখের এক কোণে পরে পরে অজস্র অভিমানের রেখাপাত,
সমান্তরালের সূত্র ভুলে মাঝেমধ্যে ইচ্ছে হয় বক্র হয়ে তোমায় ছুঁই।
আর্তনাদ সব উষায় মিলায়,
অনাকাঙ্ক্ষিত কষ্টরা প্রবেশাধিকার পায়না হৃদয়ে,
তবু পোড়া ফাটা ফুসফুস বেয়ে হৃদয় অব্দি পৌঁছে যায়,
তারপর তিন নদী দিয়ে শিরায় শিরায়,
যেন আমার আজীবনের স্বত্বাধিকার তোমার হাতে তুলে দিয়েছি,
প্রথম মৃত্যুর আগে,শেষ মৃত্যু পর্যন্ত।
অনাগত দীর্ঘশ্বাস দীর্ঘস্থায়ী চিহ্ন রেখে যাবে কালের স্রোতে,
তুমি প্রথম বৃষ্টিতে কান পেতে শুনো,
পৃথিবী সব শব্দ ফুরিয়ে যাবার আগে।
No comments