Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Pages

Recent Writings

{latest}

কেউ না

এভাবে একদিন আমাকে ছাড়াই সকাল হবে, তারপর অনেকদিন, তারপর প্রতিদিন, তীব্র বিষাদে বাতিলের খাতায় নাম উঠবে, বাতাসে মিলিয়ে যাওয়া দীর্ঘশ্বাসে...



এভাবে একদিন আমাকে ছাড়াই সকাল হবে,
তারপর অনেকদিন, তারপর প্রতিদিন,
তীব্র বিষাদে বাতিলের খাতায় নাম উঠবে,
বাতাসে মিলিয়ে যাওয়া দীর্ঘশ্বাসের মতন,
সন্ধ্যায় মিলিয়ে যাওয়া জবা ফুলের মত,
অভিশপ্ত চাঁদের মতই আমি ভোর হলেই বিদেয় নিবো।

তারপর কেটে যাবে অনন্তকাল,
কেউ জানবে না, কেউ জানবে না,
তোমাকে দেখলেই তীব্র হওয়া এই হৃদস্পন্দন,
তোমাকে দেখলেই যুক্তির সৈন্যদলের ভয়ার্ত পলায়ন।
মানুষের ভীরে লুকিয়ে থাকা একটা গভীর দীর্ঘশ্বাস।

তোমার হাসির তীব্রতা যে শুধু আমার হৃদয়ই মাপতে পারে,
কেউ জানবে না,কেউ না।


এভাবে একদিন আমি হয়ে যাব,
কেউ না।

No comments