এই অংশটা বড্ড কঠিন মনে হয় আমার। নিজের বিজ্ঞাপন নাকি পরিচিতি ভাবতে ভাবতে দিন যায় অসংখ্য মানুষের। তাই বাইরে জ্ঞানার্জন আর হলো না।
আমি ভাবতে পছন্দ করি। সব কিছু নিয়ে ভাবি। সুন্দর, অসুন্দর, বিশ্রি, আকাশ, পানি, আগুন, মানুষ, ভালবাসা, প্রেম, বিশ্বাস, কষ্ট, হতাশা, স্বপ্ন কিংবা অনেক সময় ভাবতে ভাবতে ভুলে যাই কি নিয়ে ভাবছি।
মাঝেমধ্যে ভাবনার কিছু অংশ কীবোর্ড দিয়ে দৃশ্যমান হয়, এটুকুই আমি।
No comments