Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Pages

Recent Writings

{latest}

ওপাড়ের কফি হাউজ

চায়ের কাপে ঝড় উঠে! মুহূর্তে হাজির হয়ে যায় লেলিন,স্টালিন, চার্চিল! পাশে উশখুশ করে হিটলার, কোন ভণিতা না করে বক্তৃতা শুরু করে আব্রাহাম ...




চায়ের কাপে ঝড় উঠে!
মুহূর্তে হাজির হয়ে যায় লেলিন,স্টালিন, চার্চিল!
পাশে উশখুশ করে হিটলার,
কোন ভণিতা না করে বক্তৃতা শুরু করে আব্রাহাম লিংকন,
বা পাশ থেকে মুচকি হাসে মহত্মা গান্ধী,
"ধুর ছাই, সবাই আমি হয়ে যায়!

সদ্য রিক্সা থেকে রবী ঠাকুর নামলেন,
মাথা চুলকাতে চুলকাতে রিক্সাওয়ালা কে বললেন,
"ওহে পথগণক, ১০টাকা আর দুটা কবিতা লাইন শুনো?
ভুলে টাকা বাসায় রেখে এসেছি"

কার্ল মার্ক্স উঠে দাঁড়াতেই ছুটে এলো সমরেশ,
"এই নেন ঠাকুর সাহেব, আমি মিলেমিশেই খাই দুইদিক!

আকাশলাল রবী ঠাকুরকে চা চুরুট দিয়ে গেল,
"কি সব যাতা, একদম সয়না শরীরে!"

- "আরে মিয়া থামুন থামুন,
গলায় জোর পাচ্ছিনা! গর্ভাচেক সাহেবকেও ডাকুন!
উনি আমার বন্ধু মানুষ, তাইতো ১৫ টুকরা করে দিল!

- "থামুন, যুদ্ধ বিগ্রহ থামান, আইনস্টাইন ভাই কিছু বলুন,
না না, সেই পরমাণু ফর্মুলা বাদে,
আচ্ছা, আপনি নাকি আবার সমাজতন্ত্র নিয়েই লিখালিখি করেছিলেন,
কি জ্ঞান!

সে যাক, আমি মারামারি চাইনে,
একটা গান হয়ে যাক,
-কি? রক মেটাল? সবাই কি বলেন?
- না না এসব ছাইঁ পাশ হবেনা,,
"যখন পড়বেনা মোর পায়ের চিনহ হোক!

আহ, থামুন তো ঠাকুর মশাই!  মাইকেল জ্যাকশন আজো আসেনি আড্ডায়?
বড্ড বখে গেছে,
সে যাক,
আরে অই কে যায়? লালন না?
এদিকে দেখা দিয়ে যান মশাই,  চায়ের সাথে টা ছাড়া কি জমে?

No comments