Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Pages

Recent Writings

{latest}

ছাইপাঁশ হৃদয়ের ভালবাসা

একদিন ভালোবাসা সব মিলিয়ে গেল,হারিয়ে গেল আকাশে, ভালোবাসা খুব সম্ভবত কষ্টের হয়, তাই আকাশ প্রায়ই কাঁদে। রোজ নিয়ম করে ছেলেটা আকাশের কষ্ট...

chaipash-valobasha-biborno-kobita


একদিন ভালোবাসা সব মিলিয়ে গেল,হারিয়ে গেল আকাশে,
ভালোবাসা খুব সম্ভবত কষ্টের হয়,
তাই আকাশ প্রায়ই কাঁদে।

রোজ নিয়ম করে ছেলেটা আকাশের কষ্ট কমানোর আশায় একলা হাটে,
এদিকসেদিক গলি ছাড়িয়ে মেট্রো রেল বা মধ্যবিত্ত শহরে,
এ ধূসর শহরে কেউ ভালবাসতে জানেনা।

ওপাশে হাসফাস করা মেয়েটাও আকাশ দেখে,
গ্রিলে আটকানো বারান্দায় মাঝেমধ্যে আকাশটাকে জেলখানায় বন্দি মনে হয়!

পায়ে শিকল নেই, দরজার হুক টাও নড়বড়ে,
তবু অনেক কাল, অনেক কাল এই হৃদয়ের বারুদ গুলোয় জ্বলা আগুন নিভেনা কোন কালবৈশাখী ঝড়ে!

জ্বলতে থাকা ভিসুভিয়াস চোখের জলে কি আর নেভে!

"তুমি চাইলেই পারো,
উঠে দাড়াও,
ছুটে যাও,বলো ভালোবাসি।"

এই কবিতাখরায় ভুগতে থাকা ছিঁড়াফাটা খাতা প্রাণ ফিরে পাক,
হাতে সিগারেটের জায়গা নিক দোয়াত কলম!

 ছাইপাঁশ হৃদয়ে ভালোসায়ও কান্তি আসে না,
এই দুর্বল হৃদয়ও প্রবলভাবে ভালোবাসতে জানে।

No comments