এই পঁচে যাওয়া সমাজের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে, পঁচন ধরেছে আমার শরীরে, মনে, মাথায়, লেখার খাতায়। সুউচ্চ পঙক্তি বা তীরহারা উপন্যাস, ছড়িয়ে ছিট...
এই পঁচে যাওয়া সমাজের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে,
পঁচন ধরেছে আমার শরীরে,
মনে, মাথায়,
লেখার খাতায়।
সুউচ্চ পঙক্তি বা তীরহারা উপন্যাস,
ছড়িয়ে ছিটিয়ে আছে ধর্ষণ, খুন আর রক্তের ছোপছোপ দাগ!
ভয়ার্ত শব্দগুলো গা ঢাকা দিয়েছে অজানায়,
বিধ্বস্ত নীলিমায় পাপ মোচনের তৃষ্ণায় একটা কবিতায় স্নান করে পবিত্র হবার তীব্র আশা গুঁড়িয়ে দিল হঠাৎ জাগা ভিসুভিয়াস!
জ্বলন্ত লাভার উত্তাপে মগজ গুলো ফুটছে,
তীব্র পোড়া গন্ধে বিদায় নিচ্ছে শত শালিকের ঝাঁক,
একটা ঠোঁটের আশায় তীষ্ণার্ত চোখ ফেটে চৌচির,
এই গলে গলে পরা পায়ে তোমা অব্দি পৌঁছুতে পারবো না জানি,
তবু তুমি ভালোবাসা জেনো।।
বাহ
ReplyDelete