উদ্দ্যোম জ্যোৎস্নায় শুধু রাশি রাশি স্বপ্ন থাকে না, অবাক আলোয় বুকে চিনচিনে ব্যথাটাও থাকে; হঠাৎ তিক্ত হয়ে উগলে দেয়া ভিসুভিয়াসের অশ্রুর মত...
উদ্দ্যোম জ্যোৎস্নায় শুধু রাশি রাশি স্বপ্ন থাকে না,
অবাক আলোয় বুকে চিনচিনে ব্যথাটাও থাকে;
হঠাৎ তিক্ত হয়ে উগলে দেয়া ভিসুভিয়াসের অশ্রুর মত,
দুমড়ে মুচড়ে যাওয়ার অনিয়মের দিকে পরিহাসের হাসি,
আচ্ছা, ভালোবাসা কি আকাশের মত বিশাল হয়?
মাঝরাতে ফুঁপিয়ে কান্নাটাও একটা শিল্প,
অবহেলার ধোঁয়ায় শুধু হতাশা থাকে এমন নাহ,
একটা দীর্ঘ উপন্যাস লিখে শেষ লাইনটা লিখতে না পারার কষ্টটা একটা সিগারেট এর চেয়ে বেশি পোড়ায়;
আর কয়টা কবিতাই বা তুমি নিষিদ্ধ করবে!
এমন কত শত কবিতা আমি নির্দ্বিধায় পুড়িয়েছি,ভাসিয়েছি জলে!
এই ক্ষতবিক্ষত হৃদপিন্ডটা জানে,
দুমড়ানো মোচড়ানো একেকটা কবিতা কত ধারালো!
ঠিক তোমার খোলা চুল গুলোর মতই,
বা তোমার কাজল দেয়ার চোখ গুলোর মত,
বা তোমার হাসির মত।।
No comments