Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Pages

Recent Writings

{latest}

ভাল তো আমিও বাসতাম।

ভাল তো আমিও বাসতাম, প্রখর রোদে ঝলসে যাওয়া সাদা গোলাপ হাতে কতশত ঘন্টা দাঁড়িয়ে ছিলাম, কত ভরা শ্রাবণে মূর্তিবনে ছিলাম শুধু এক নজর দেখার জ...

valo-to-amio-bashtam-bibornorafi


ভাল তো আমিও বাসতাম,
প্রখর রোদে ঝলসে যাওয়া সাদা গোলাপ হাতে কতশত ঘন্টা দাঁড়িয়ে ছিলাম,
কত ভরা শ্রাবণে মূর্তিবনে ছিলাম শুধু এক নজর দেখার জন্যে!

সে খবর কে রাখে,
বিমল সন্ধ্যায় সবাই ঠিকি ঘরে ফিরে,
হিসেব নিকেশে ব্যস্ত সময় কাটে ভালোবাসার!

কঠিন শর্ত সব মিটিয়ে টিকে থাকায় স্বার্থকতা কতটুকু?
সব কান্না দুঃখের না।
ছল ছল চোখে সবসময় ভালোবাসা থাকে না।

সব বুঝে ফেলার পর হাঁপিয়ে উঠা সময়ে কত পিছু ছুটেছি,
প্রতিবাদে কত ভিসুভিয়াস গর্জে উঠেছে!
তবুও,
কত সাদা গোলাপের অভিমান উপেক্ষা করেছি!
কত শ্রাবণের গোমড়ামুখ নির্লিপ্ততায় ভাসিয়ে দিয়েছি!
কত ইচ্ছে আগুন চাপা দিয়েছি তার কি ইয়ত্তা আছে!

এই পোড়া কালচে হৃদয়টাও একদিন তোমাকে ভালোবাসতো,
তুমি যতটুকু জানো তার চেয়ে বেশি।

No comments