আমার রাত পোহানো তারার দল, তোরা যত্ন করে রাখিস, মিছেমিছি বলা স্বপ্নদল, মাঝেমধ্যে রঙ লাগিয়ে দিস। সব জানা তারার দল, তোরা সব...
আমার রাত পোহানো তারার দল,
তোরা যত্ন করে রাখিস,
মিছেমিছি বলা স্বপ্নদল,
মাঝেমধ্যে রঙ লাগিয়ে দিস।
সব জানা তারার দল,
তোরা সব নিজের মাঝেই রাখিস।
তার আকাশের বৃষ্টি গুলোয়,
রোজ কয়েক ছটাক ভালবাসা মাখিস।
সে উড়নচণ্ডী আবেগী মেয়ে,
চুন খসলেই কেঁদে সারা,
তাকে যত্ন করে রাখিস,
ভালবাসা সব বন্ধক দিলাম,
তার খেয়াল কিন্তু রাখিস।
No comments