দেহের ভার বাড়িল দিব্বি , বিরক্তি আর আলস্যের নিক্তি , মনের ভার বাড়ল যেথায় , অপ মৃত্যুর বেশে শুন্যতায়। জানালার লোহ...
দেহের
ভার বাড়িল দিব্বি,
বিরক্তি
আর আলস্যের নিক্তি,
মনের
ভার বাড়ল যেথায়,
অপ
মৃত্যুর বেশে শুন্যতায়।
জানালার
লোহ মরিচা খাচায়,
মৃত
নদীর গন্ধ শুকায়,
তাঁরায়
আলো সার্থে জ্বালো,
তার
চেয়ে ভালো
পূর্নিমার
লুকোচুরি!
বেলাশেষে
তেমনি কিছু নয়,
পুরনো
অভ্যাসের ইতিবৃত্ত হয়,
রঙের
আলো জ্বলে পুড়িল,
স্বপ্নগুলো
নাটাই ছেড়া ফানুস।
No comments