কয়েকদিন ধরেই ফিন্যান্সিয়াল ইস্যু ও টেক নিয়ে ভাবছিলাম। কালকের তামিম সাকিব ইস্যু নিয়ে নেটে প্রচুর ভিডিও, কয়েকটা দেখলাম, মিনিমাম একটা এ...
কয়েকদিন ধরেই ফিন্যান্সিয়াল ইস্যু ও টেক নিয়ে ভাবছিলাম।
কালকের তামিম সাকিব ইস্যু নিয়ে নেটে প্রচুর ভিডিও, কয়েকটা দেখলাম, মিনিমাম একটা এড, একাধিকও আছে।
ফেইসবুকে, ইউটিউবে ১ মিলিয়ন ভিউতে এভারেজে ১ হাজার থেকে প্রায় ১০ হাজার ডলার পাওয়া যায়। এটা CPC সহ অনেক ফ্যক্টরের উপর ডিপেন্ড করে। তবে অন্তত ১০০০ ডলার পাওয়া যায়।
আমি গুণে গুণে দেখলাম দু টা মিডিয়ার পেইজেই ভিউ প্রায় ৩০-৪০ মিলিয়নের বেশি!
আর সবচেয়ে বেশি ভিউ হচ্ছে খেলাধুলা সম্পর্কিত সাংবাদিক ও ব্লগারদের ভিডিও তে।
এবার চিন্তা করে দেখেন শত শত ব্লগার, প্রিন্ট মিডিয়ার পেইজ, ইলেক্ট্রনিক মিডিয়ার পেইজ, ভারতীয় সহ সারা বিশ্বের মিডিয়া যারা এটা কাভার করছে তাদের ফেইসবুক পেইজ,
ইউটিউব, ইন্সট্রায় কত হাজার হাজার মিলিয়ন ভিউ হচ্ছে?
এই ইস্যুটা কত কত মানুষকে এক দিনেই লাখপতি বানিয়ে ফেলল!
এই টেকের যুগে টাকা একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে,
এই চলে আসে, এই নাই!
সেপ্টেম্বর ২৮,২০২৩
No comments