ব্যস্ততম রাজপথের ঠিক মাঝে বসে, তোমার মন চেয়ে আমরণ অনশনে যাব, স্তব্ধ হলে হোক পুরো শহর, তোমাকে না পেলে আমি নিষিদ্ধ করে দেব ভালোবাসা। ...
ব্যস্ততম রাজপথের ঠিক মাঝে বসে,
তোমার মন চেয়ে আমরণ অনশনে যাব,
স্তব্ধ হলে হোক পুরো শহর,
তোমাকে না পেলে আমি নিষিদ্ধ করে দেব ভালোবাসা।
দেয়ালে দেয়ালে তোমায় চেয়ে বিজ্ঞপ্তি ছাপাবো,
ভালোবাসার বেড়িবাঁধে আটকে দিব আগন্তুকের আনাগোনা,
জরুরী অবস্থা জারি করে দেব হৃদয়ে হৃদয়ে,
বিনা অনুমতিতে প্রবেশের চেষ্টা হলে সোজা মৃত্যুদণ্ড!
এসব গলির মুখে সিগারেট ফোঁকা ছোকরাদের শায়েস্তা করে দেব,
বিন্দুমাত্র আশংকায় "ইমার্জেন্সি ভ্যাকেন্ট" জারি হবে,
তারপর এ শহর শুধু তোমার আমার।
তুমি আসছে শ্রাবণের প্রথম বর্ষণের আগেই চলে এসো।

No comments