দু চারটা লাইন আর কয়েকটা দীর্ঘশ্বাস মিলিয়ে মিশিয়ে , কিছু ভালোবাসা উপরে ছিটিয়ে দিয়ে বাজারজাতকরণ সাহিত্যের জোরে গড়ে উঠা ভালোবাসার স্থায়িত্...
দু চারটা লাইন আর কয়েকটা দীর্ঘশ্বাস মিলিয়ে মিশিয়ে ,
কিছু ভালোবাসা উপরে ছিটিয়ে দিয়ে বাজারজাতকরণ সাহিত্যের জোরে গড়ে উঠা ভালোবাসার স্থায়িত্ব আর কয়দিন হবে!
গোটা কয়েক চলিত ভাষায় গালির অস্থানে প্রয়োগ,
সিগারেট এর যাচ্ছেতাই অপচয়,
ভাগ্য দেবতাও মুখ লুকোয় গালমন্দের ভয়ে!
আধুনিক হতাশা, আধুনিক কষ্ট ,
রবীন্দ্রনাথ সুনীলের সময়ের ভালোবাসা!
তোমার ভালোবাসা চাওয়ার সাহস হয়নি,
কতবার তোমায় দুয়ার থেকে ফিরে এলাম,
সেখবর কে রাখে!
তোমায় নিয়ে লেখা কবিতায় কতবার কাটাকুটি হলো!
এই জ্যোৎস্না রাতের চাঁদকে মুঠোয় ভরে,
তোমার হাতে দিব ভেবে কত রাত ঢুবে ছিল অমাবস্যায়!
এক সের মন খারাপ আর কয়েকটুকরো ভাঙা স্বপ্ন মিশিয়ে বানানো কালি দিয়ে আঁকা সব চিত্রকর্ম মোনালিসা হয়না,
আধুনিক হতাশা থেকে শুরু করা ফ্যাসিজম আর ধর্মযুদ্ধের কাহিনী,
রাঙা চোখের ভয়ে চুপচাপ তালুর নিচে হা হুতাশ করে,
তীব্র সুরের গান আর কয়েকটা বিদেশী উপন্যাস ছাড়া কি আর এ যুগে কষ্ট বিলাস হয়!
তাইতো কতবার তোমার ক্লিওপেট্রাময় হাসি ছেড়ে পালিয়ে আসেছি!
No comments