শব্দ সংকটে ভুগছে পুরো পৃথিবী, "ভালবাসি" শব্দে আটকে আছে জীবন। এক নিরবিচ্ছিন্ন অবসাদ আকাশ জুড়ে, ক্লান্তি আর হতাশ থকথকে সাজানো...
শব্দ সংকটে ভুগছে পুরো পৃথিবী,
"ভালবাসি" শব্দে আটকে আছে জীবন।
এক নিরবিচ্ছিন্ন অবসাদ আকাশ জুড়ে,
ক্লান্তি আর হতাশ থকথকে সাজানো মেঘের মত,
ভেসে যায় এক শরীর থেকে অন্য শরীরে।
মহামারী বইছে মন খারাপের,
নির্বোধ বোকা কবির তীক্ষ্ণ আঁচড়ে,
রক্ত ঝরে পৃষ্ঠা ছাপিয়ে হৃদয়ে;
তবু ভাঙা গলার অস্পষ্ট স্বরে ভালবাসি শুনা যায়,
এক অদ্ভুত শব্দ সংকটে ভুগছে পৃথিবী।
No comments