Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Pages

Recent Writings

{latest}

দেবী আবশ্যক

তারপর শুনো, এভাবেই রাত গুলো ভোর হয়, এভাবেই কালি ফুরোয় জীর্ণ দোয়াতে! তোমায় অর্ধেক আঁকার পরেই, বিদ্রোহ জানায় এ অবাধ্য লাল চোখ! চোখের...

Debi abosshok bangla kobita

তারপর শুনো,
এভাবেই রাত গুলো ভোর হয়,
এভাবেই কালি ফুরোয় জীর্ণ দোয়াতে!

তোমায় অর্ধেক আঁকার পরেই,
বিদ্রোহ জানায় এ অবাধ্য লাল চোখ!

চোখের সাথে কলমের সখ্যতা অনেক আগেই টের পেয়েছিলাম,
কিছু বলিনি!
এ চোখ জোড়া তোমায় একবার দেখার জন্যে কত অজস্র রাত কেঁদেছে,
কই! তোমাকে এনে তো দেইনি!
এরপর ছেড়ে দিয়েছি, নিজেই খুঁজে নিক,
আমার মত স্বহস্তে দেবী বিসর্জন আবার কেন!
থাকুক,বরং সে ই খুঁজে নিক।

চোখের সাথে কলমের বন্ধুত্বের পর সারাদিন কি যেন আঁকে!
আর গোপনে কিছু একটা লিখে!
এই চাহুনি দেখেই বুঝা যায়, দীর্ঘ বিরহের সেকি অসীম শূন্যতা!
এইতো! আমি পড়তে চাইলাম, ওমনি তাদের বিদ্রোহ!

ধুর ছাই! চুলোয় যাক,
লিখালিখি বাদ, আমি আবার ফিরিয়ে আনব,
সব দেবী ইতো ফিরে আসে!

1 comment