চলো আকাশ দেখি, দেখবে না? ওহ আচ্ছা চশমা আনতে ভুলে গেছো! --এই নাও --এটা কি! --আমার চোখ! লাগিয়ে নাও! -- থাকুক! তারচেয়ে তুম...
চলো আকাশ দেখি,
দেখবে না? ওহ আচ্ছা চশমা আনতে ভুলে গেছো!
--এই নাও
--এটা কি!
--আমার চোখ! লাগিয়ে নাও!
-- থাকুক! তারচেয়ে তুমি আমার হাত ধরো,
তুমি একবার ছুঁলে আমি যেন স্বর্গে উড়ি,
আমি আর আমি থাকি না!
আমি যেন বর্ষাস্নাত কদম ফুল হয়ে যাই!
-- আচ্ছা বেশ! তবে শুনো!
তোমার আঙুলের স্পর্শের আশায় আমি হাজার সমুদ্র পাড়ি দিয়ে নীল পদ্ম আনতে পারি!
-- লাগবে না! তুমি বরং পাশে থাকো।
-- কত কাছে?
-- যেন হৃদস্পন্দন টের পাই! আমার চুল গুলো তোমার মুখ ছুঁলেও সরাবে না কিন্তু!
-- পাগল! কেউ স্বর্গ দূরে ঠেলে দেয়?!
No comments