হঠাৎ কাল বৈশাখীর ঠিক মাঝে, তুমি ভুল করে হলেও একবার ভালোবেসো প্রিয়! প্রকাণ্ড বট গাছ যেমন একদিন ভেঙে পরে, প্রলয়লঙ্কার শেষে, তুমিও একদি...
হঠাৎ কাল বৈশাখীর ঠিক মাঝে,
তুমি ভুল করে হলেও একবার ভালোবেসো প্রিয়!
প্রকাণ্ড বট গাছ যেমন একদিন ভেঙে পরে,
প্রলয়লঙ্কার শেষে,
তুমিও একদিন উচ্ছ্বাসে ভালোবাসি বলো।
তুমি ভুল করে হলেও একদিন ভালোবেসো প্রিয়,
অন্ধকারের আশ্রয় ভেবে হাতটা ধরো,
প্রিয়, সেই ঐতিহাসিক ঝড়ে আমার পৃথিবী বিদায় নিলে নিক,
তবুও, একবার ভালোবেসো।
No comments