নিখোঁজের তালিকাটা দিন দিন বড় হচ্ছে, অচেনা হচ্ছে পরিচিত সব মুখ গুলো, স্টেনগান রাইফেলের চেয়ে ভালোবাসার মানুষের চাহনি বেশি পোড়ায়! প্রেম মা...
অচেনা হচ্ছে পরিচিত সব মুখ গুলো,
স্টেনগান রাইফেলের চেয়ে ভালোবাসার মানুষের চাহনি বেশি পোড়ায়!
প্রেম মানুষের হৃদয় থেকে আসা ম্যাগাজিনের মত থকে থকে সাজানো বারুদমাখা হাসির ভয়াবহতা মাপার সাধ্য কার!
রাইফেলে আজকাল ভয় নেই,
মরতে তো শিখে গেছি আগেই,
রাইফেলের নলে গোলাপ থাকলেই এ বুক আঁৎকে উঠে!
বেঁচে থাকার ভয়!
No comments