ঘুম ঘুম চোখে ঘুমোতে বারণ, রাবণে হয়েছে হরণ, অকারণে অভিমান, দিশেহারা ভালোবাসা কারণ। মগজে স্মৃতির নৌকা বাইচ, ধুকধুক করে বুক, অসময়ের ...
ঘুম ঘুম চোখে ঘুমোতে বারণ,
রাবণে হয়েছে হরণ,
অকারণে অভিমান,
দিশেহারা ভালোবাসা কারণ।
মগজে স্মৃতির নৌকা বাইচ,
ধুকধুক করে বুক,
অসময়ের ঝড়ে, ফিরে আসলে আসুক,
নীল রঙের দেয়ালে আঁকা সে মুখ।
হাসির অনিয়মিত ভ্রম,
তীব্রতা বাড়ে, এফোঁড়ওফোঁড় হয় হৃদয়,
যে চোখ তোমায় দেখতে পায়না,
সে চোখ আমার না।
দেয়াল বাড়ে চারপাশে,
কি গাঢ় রঙে আঁকা তুমি!
ঘুম ঘুম চোখে ঘুমুতে বারণ,
আমি ঘুম চোখে চেয়ে ভাবি,
এ তুমি কি আমার নাকি আমার না।
দেয়াল বাড়ে চারপাশে
ReplyDeleteকি গাড় রঙে আঁকা তুমি 💙