Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Pages

Recent Writings

{latest}

ঝড়

একবার হলো কি, ভরা বসন্তে আকাশটা হঠাৎ করেই কালছে মেঘে ছেয়ে গেল, প্রচন্ড ঝড়ো বাতাসে উড়ে গেল সব, গাছপালা,মানুষ, গরু, পাশের বাসার ছোট্ট আ...

Valobasha jhor Banglakobita


একবার হলো কি,
ভরা বসন্তে আকাশটা হঠাৎ করেই কালছে মেঘে ছেয়ে গেল,
প্রচন্ড ঝড়ো বাতাসে উড়ে গেল সব,
গাছপালা,মানুষ, গরু, পাশের বাসার ছোট্ট আদুরেটার নিমা,
উদ্বাস্তু হল কত মানুষ! কত কাক, শালিক!

এই প্রকাণ্ড ঝড়ের মাঝেও কেউ একজন পাড়ার বট গাছটার নিছে ঢের বসে ছিল,
পাড়া জুড়ে হইচই, কত ডাকাডাকি!
শুনলো না,
ভালোবাসারও একটা সীমারেখা থাকে,
সবাই দরজায় খিল দিয়ে ঈশ্বরের নাম জপতে লাগলো,
এই ভদ্রপল্লিতেও পালা করে ঈশ্বর স্মরণ হয়!

সেই মহাঝড়ের থামার নাম নেই,
বরং আরো বেড়েই চললো!


সবার ভালোবাসা ঝড় থামাতে পারে না,
আগন্তুককে এখনো মাঝেমধ্যে সেই গাছের নিচে দেখা যায়,
মাঝেমধ্যে এই পাড়ায় ঝড় হয়।

No comments