এইসব অচেনা রাতে, কে কার হাতে হাত রাখে, কোন পাঁজরে আশ্রয় হয় ভালোবাসার, কে জানে। ভুল আকাশের ফানুস; আমি খসে যাওয়া তারা ভেবে, কত কি চে...
এইসব অচেনা রাতে,
কে কার হাতে হাত রাখে,
কোন পাঁজরে আশ্রয় হয় ভালোবাসার,
কে জানে।
ভুল আকাশের ফানুস;
আমি খসে যাওয়া তারা ভেবে,
কত কি চেয়ে বসি!
উত্তাল ঢেউ বুকে চেপে,
শত শত পাঁজর ভেঙে তোমায় খুঁজি,
আমি এই ভুল ঠিকানায় আটকে;
রোজ কত কষ্ট হয়, দাড়ি পাল্লা কি আর সব বুঝে!
একটা হাসির উপযোগের তীব্রতা,
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে হাসা মানুষ গুলোই বুঝে!
No comments