Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Pages

Recent Writings

{latest}

ভুল পাঁজরে ভালবাসা

এইসব অচেনা রাতে, কে কার হাতে হাত রাখে, কোন পাঁজরে আশ্রয় হয় ভালোবাসার, কে জানে। ভুল আকাশের ফানুস; আমি খসে যাওয়া তারা ভেবে, কত কি চে...

Vul pajor valobasha bangla kobita rafi biborno

এইসব অচেনা রাতে,
কে কার হাতে হাত রাখে,
কোন পাঁজরে আশ্রয় হয় ভালোবাসার,
কে জানে।

ভুল আকাশের ফানুস;
আমি খসে যাওয়া তারা ভেবে,
কত কি চেয়ে বসি!

উত্তাল ঢেউ বুকে চেপে,
শত শত পাঁজর ভেঙে তোমায় খুঁজি,
আমি এই ভুল ঠিকানায় আটকে;
রোজ কত কষ্ট হয়, দাড়ি পাল্লা কি আর সব বুঝে!

একটা হাসির উপযোগের তীব্রতা,
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে হাসা মানুষ গুলোই  বুঝে!

No comments