Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Pages

Recent Writings

{latest}

যুদ্ধ জয়ের শেষে

অবাধ্যতার বীজ বপণ করা ছিল রক্তের ফোঁটায় ফোঁটায়, রক্তলাল ভাবনা গুলো  ঘুরপাক  খাচ্ছিল শিরায় শিরায়, সব উগলে দেবার এক চিরন্তন ইচ্ছা ছিল জন...



অবাধ্যতার বীজ বপণ করা ছিল রক্তের ফোঁটায় ফোঁটায়,
রক্তলাল ভাবনা গুলো  ঘুরপাক  খাচ্ছিল শিরায় শিরায়,
সব উগলে দেবার এক চিরন্তন ইচ্ছা ছিল জন্মলগ্ন থেকেই,
তারপর কেটে গেছে সোয়া দু'শ বছর।
চামড়ায় ভাঁজ পরেছে, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে,
তবুও,
এই ধমনীতে বয়ে চলা রক্ত গুলো মাঝেমাঝেই প্রতিবাদী হয়ে উঠে,
এই বৃদ্ধ অভিজ্ঞ মস্তিস্ক দিন দিন আরো বেখাপ্পা আর বেখেয়ালি হয়ে উঠে,
পায়ে জোর নেই তবু পাহাড় জয়ের সেকি তীব্র নেশা!

এত বছর পরে, আমার প্রেয়সী আর নেই,
তাই বলে একটা সুন্দর সময়ের জন্যে প্রার্থনা থেমে যায়নি,
হয়ত কেউ পূর্ণতা পাবে,
তাই এই আগুনের তীব্র লেলিহান শিখা জ্বালাতে শিখিয়ে যাব,
পুড়ে মরুক যত শকুনের দল!
খুনে দৃষ্টির চেয়ে ভালোবাসা বড্ড বেশি শক্তিশালি,
একদিন তারা বুঝবে।

সেদিন আমার প্রায় খসে পড়া চামড়ার মত,
প্রায় বের হয়ে যাওয়া চোখের মনির মত,
প্রায় ভেঙে পড়া ক্ষয়ে যাওয়া হাড়ের মত,
আমিও মৃদু হেসে ঘুমাতে যাব, যুদ্ধ জয়ের শেষে।

No comments