তোমাকে ভালোবাসতে পারিনি। তোমার পর্বতসম চুলে বারবার হারিয়েছি, পথ ভুলেছি কত, কত দিন সূর্যাস্তের পর ঠিকানা ছেড়ে সেই পর্বতের নিচেই নিয়েছ...
তোমাকে ভালোবাসতে পারিনি।
তোমার পর্বতসম চুলে বারবার হারিয়েছি,
পথ ভুলেছি কত,
কত দিন সূর্যাস্তের পর ঠিকানা ছেড়ে সেই পর্বতের নিচেই নিয়েছি আশ্রয়,
তবুও ভালোবাসা হলো না তোমাকে।
তোমার নীল পাড়ে পাল বানিয়ে অশান্ত সমুদ্র পাড়ি দেব ভেবেছি কত,
মাস্তুল ছেড়ে তোমার হাত ধরে গন্তব্যে পৌঁছাব ,
তারপর হারিয়ে দেব কলম্বাস, গামাকে,
ম্যাজিলানকে তুড়ি মেরেই হারিয়ে সব আবিষ্কার আমার করে নেব,
সবটাই গুছানো ছিল,
শুধু ভালোবাসা গেল না তোমাকে।
তোমার উষ্ণ দৃষ্টি থেকে সম্মুখের সমুদ্রে কত স্নান,
তোমার চোখের গোমড়া আকাশে প্রদীপ জ্বেলে কাটানো হাজার জ্যোৎস্না রাত,
সবই ছিল,
শুধু তোমাকে ভালোবাসা গেল না।
সুন্দর 😊
ReplyDelete