এই শহুরে আবেশে, কৃত্রিম মায়ার চাদরে, ভিজে যায় মন ভালোবাসার অভাবে, এই শহরে। মৃত জ্যোৎস্নার উৎসবে মিথ্যে হাসির কোলাহলে, ফিরে পায় না...
এই শহুরে আবেশে,
কৃত্রিম মায়ার চাদরে,
ভিজে যায় মন ভালোবাসার অভাবে,
এই শহরে।
মৃত জ্যোৎস্নার উৎসবে
মিথ্যে হাসির কোলাহলে,
ফিরে পায় না প্রাণ ভালোবাসা,
এই ইট পাথরের শরীরে।
এই শহুরে আবেশে,
লুকিয়ে কাঁদে মন আড়ালে,
নিয়ম মেনে রোজ,
তোর অভাবে,
এই শহরে।
ফিরবো না আমি আর,
যদি যাই হারিয়ে ভালবাসা,
অভিমানে ভেসে গেলে যাক,
দূরের আকাশ, এই শহরের।
No comments