আমি বুঝিনা, তবু কিসের আশায় তোমরা আবার ভালোবাসো, তোমরা কি জানো না, শেষ শিউলিটাও ঝরে গেছে, চোখ খুলে দেখো, কি বিস্তীর্ণ মরুভূমি চারপাশে, ...
আমি বুঝিনা, তবু কিসের আশায় তোমরা আবার ভালোবাসো,
তোমরা কি জানো না, শেষ শিউলিটাও ঝরে গেছে,
চোখ খুলে দেখো, কি বিস্তীর্ণ মরুভূমি চারপাশে,
কোন প্রাণ নেই, কোন অক্সিজেন নেই।
তবুও তোমরা কিসের আশায় বেঁচে আছো,
কি স্বপ্নে তোমরা পথ হাটো,
সামনে কিছু নেই, কিছু নেই,
একরাশ হতাশা আর বিচ্ছেদ ছাড়া।
আমি বুঝিনা, তবু কিসের আশায় তোমরা আকাশ দেখো,
সেই চাঁদ তোমাদের শহরে কোন দিন উঁকি দিবেনা,
এই শহরে কোন প্রাণ নেই, কখনো ছিল না।
No comments