Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Pages

Recent Writings

{latest}

ভুল বার্ধক্য

আমার বোকা হাত ঘড়িটা জানেনা, আমি আরো একশ বছর বাঁচব তোমার খোলা চুলের উন্মাদনা দেখতে, এ বার্ধক্য বার্ধক্য না, এটা অনেক অভিজ্ঞতার ভারে নু...

vul-bardhokko-bangla-kobita

আমার বোকা হাত ঘড়িটা জানেনা,
আমি আরো একশ বছর বাঁচব তোমার খোলা চুলের উন্মাদনা দেখতে,

এ বার্ধক্য বার্ধক্য না,
এটা অনেক অভিজ্ঞতার ভারে নুয়ে পরা,
আমি আরো একশ বছর বাঁচব,
তোমার অভিমানী চোখের লেপ্টে যাওয়া কাজল মুছার জন্যে।

প্রাণহীন টুকরো হয়ে বোকা বোকা হাসা ভারি চশমটা জানেনা,
তোমাকে চিনতে আমার চশমা লাগে না।

তোমার হাত পেলে আমার আর লাঠি-ভর লাগে না,
বোকা পৃথিবী জানেনা,
আমি আরো একশ বছর বাঁচব ,
শুধু তোমার বাঁকা হয়ে যাওয়া টিপটা সোজা করে দেওয়ার জন্যে।

No comments