নষ্ট ছেলের নষ্ট উপাখ্যান, নষ্ট রাতের নষ্ট চাঁদ, নষ্ট জ্যোৎস্না, নষ্ট সমাজের নষ্ট সম্পর্ক, নষ্ট বিশ্বাস, অশ্লীল সাহিত্যে নষ্ট উপমা, ন...
নষ্ট ছেলের নষ্ট উপাখ্যান,
নষ্ট রাতের নষ্ট চাঁদ, নষ্ট জ্যোৎস্না,
নষ্ট সমাজের নষ্ট সম্পর্ক, নষ্ট বিশ্বাস,
অশ্লীল সাহিত্যে নষ্ট উপমা,
নষ্ট হরফে ছাপা নষ্ট ভালোবাসা।
নষ্ট চিত্রকর্মে নষ্ট রঙ,
নষ্ট আকাশ, নষ্ট বাতাসে দীর্ঘশ্বাস।
নষ্ট সময়ে তীব্র আহ্বান,
নষ্ট সাড়ার বলি ভোরের কাক!
No comments