Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Pages

Recent Writings

{latest}

তুমিহীনতায় মেঘলা আকাশ

তোমার আকাশে কি মেঘ জমে প্রিয়? নাকি সবসময় রৌদ্র খেলা করে? আমার আকাশ জানো প্রায়শই কালো হয়ে থাকে, কি ভীষণ চোখ রাঙানী! মাঝেমধ্যে বিদ্যু...



তোমার আকাশে কি মেঘ জমে প্রিয়?
নাকি সবসময় রৌদ্র খেলা করে?

আমার আকাশ জানো প্রায়শই কালো হয়ে থাকে,
কি ভীষণ চোখ রাঙানী!
মাঝেমধ্যে বিদ্যুৎও চমকায়,
কী তীব্র ভয়ে আমি সেই ক্ষণিকের আলোয় তোমায় খুঁজি!
তুমি তখন আমাকে বুঝতে পারো?

মনে পড়ে তোমার,
বলে ছিলে আমার আকাশে কখনো মেঘ জমতে দিবেনা,
মেঘ আসলেই বকে তাড়িয়ে দিবে,
তুমি পাশে থাকলে অবশ্য আমার মেঘে ভয় হত না,
অন্তত মেঘের ছুঁতোয় তোমার হাত ধরার অপেক্ষায় থাকতাম,
মনে পরে তোমার?

এখন কি নিদারুণ গাঢ় কালো মেঘের সমুদ্র একাই পাড় করছি,
কই, তুমি তো কথা রাখোনি।

No comments