ক্যানো চুপ হয়ে থাকো যেখানে বলা যায় দু'টো কথা? হাসির আড়ালে কতো লুকাবে, হৃদয়ে পুষে রাখা অবেলার ব্যথা? শ্রাবণ-জলে ঝরাপাতার মতো কতদিন এভাবে ...
ক্যানো চুপ হয়ে থাকো
যেখানে বলা যায় দু'টো কথা?
হাসির আড়ালে কতো লুকাবে,
হৃদয়ে পুষে রাখা অবেলার ব্যথা?
শ্রাবণ-জলে ঝরাপাতার মতো
কতদিন এভাবে ভেসে যাবে,আর কতদূর?
শুনশান নীরবতায় আজি শোনো
জলপতনের গান,খুলে ফেলে বিরহ-নূপুর!
No comments