Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Pages

Recent Writings

{latest}

করোনায় একজন বাবার গল্প - কাজী সেমন্তী সাখাওয়াত

আচ্ছা, আমি তো এমনটাই চেয়েছিলাম না? একদিনের জন্য হলেও সব বন্ধ হয়ে যাক। যেদিন থাকবে না কোন অফিস, বাচ্চাদের স্কুল, কলেজ। একটা দিনের জন্য হলেও...




আচ্ছা, আমি তো এমনটাই চেয়েছিলাম না? একদিনের জন্য হলেও সব বন্ধ হয়ে যাক। যেদিন থাকবে না কোন অফিস, বাচ্চাদের স্কুল, কলেজ। একটা দিনের জন্য হলেও থাকবেনা বাড়তি কোন কাজের চাপ, যেদিন ঘোষণা দেয়া হবে সব বন্ধ। সেদিন থাকবে শুধু কোলাহল হীন  অখণ্ড শান্তি। সেদিন আমি আমার পরিবারের সদস্যদের কাছে পাবো, আমার পুরোটা সময় জুড়ে থাকবে শুধু তারা।

এই পরিস্থিতিতে আমার সেই ইচ্ছাটা কি পূরণ হয়েছে ?

হয়তো সেই ইচ্ছাটার মত শান্তি নেই, হয়তো ভয়ে থাকি আমার চাকরিটা আদৌ কি থাকবে? সে যাক, মিছেমিছি হলেও তো ইচ্ছাটা পূরণ হয়েছে।
চুলোয় যাক না সব টেনশন, কেন বাড়তি চিন্তা করছি! রিজিকের মালিক তো আল্লাহ! 
জানিনা এই পরিস্থিতি সামাল দিতে পারব কিনা। হয়তো চাকরিটা আমার চলেই যাবে, সে গেলে যাক।

এখন সবচেয়ে প্রাসঙ্গিক ভাবনার বিষয় হওয়া উচিত বেঁচে থাকা,
এই একটি কথা, এই একটি কথা মাথায় ঘুরপাক খেতে থাকলে চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যায়। যদি আমি মরেই যাই তাহলে কেন আমার ইচ্ছাটি  পূরণ না করে মরবো না?




1 comment