ক্লান্ত হৃদয়ে এত ক্ষত,এত দাহ,এত মৃত্যু স্মৃতিপূর্ণ নষ্টকালে শুধু অবসাদের ইশারা, যতবার লিখি, দেখি, অসুস্থ গাঢ় রাত কেটে যায়, মাঝে খ...
ক্লান্ত হৃদয়ে এত ক্ষত,এত দাহ,এত মৃত্যু
স্মৃতিপূর্ণ নষ্টকালে শুধু অবসাদের ইশারা,
যতবার লিখি, দেখি,
অসুস্থ গাঢ় রাত কেটে যায়,
মাঝে খুব পিপাসা জাগে,
গান জাগে মাটির সুঘ্রাণে।
তখন ভাবি,
তোমাকে প্রতিদিন লিখার মতো অনেক খবর আছে,
শুধু তুমি নেই,
আমার শূন্যতা গভীর আশ্বাস নিয়ে পাহাড়ায় আছে,
রাত গভীর হয়,
জেগে উঠে বিকলাঙ্গ দিন,
হয়তো আরো বহুদিন নীরবতা নিংড়ে যেতে হবে।
অনিত্য সুন্দর.!! 💙
ReplyDeleteধন্যবাদ
Delete