Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Pages

Recent Writings

{latest}

চোখ - বিবর্ণ রাফি

  সমাজের ধন সম্পদ সব কারখানায় নেওয়া হয়, এরপর দক্ষ মানুষ দিয়ে পণ্য বানানো হয়। সে পণ্য কিনার ক্ষমতা যার বেশি সে সমাজে যতবেশি সফল। সমাজের সম্পদ...


 

সমাজের ধন সম্পদ সব কারখানায় নেওয়া হয়,
এরপর দক্ষ মানুষ দিয়ে পণ্য বানানো হয়।

সে পণ্য কিনার ক্ষমতা যার বেশি সে সমাজে যতবেশি সফল।

সমাজের সম্পদ গুলাই পণ্য,
আপনার সফলতা হলো ক্রয়ক্ষমতা।

এই সিস্টেমটা অনেক অনেক অনেক বছর ধরে চলে আসছে।
পরিবর্তন অবশ্য হবে।

কিন্তু এই প্রক্রিয়ার না, প্রক্রিয়া সেইম থাকবে,
সম্পদ পরিবর্তন হবে।

সমস্যা হচ্ছে আমাদের দর্শনে। আপনি কিছু ভালবেসে ফেললে দোষ দেখাবেন না,
ভালবাসা আপনাকে সৃষ্টিশীল করে আবার আপনার সৃষ্টিশীলতা ধ্বংসও করতে পারে।

আমার মনে হয়,
পুরো পৃথিবীর সমাজ গুলোই ভেঙে পড়ছে।
উন্নত দেশগুলো প্রযুক্তি আর নিয়মকানুন দিয়ে মোটামুটি জোড়াতালি দিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে,
মধ্যম থেকে নিম্নের দেশ গুলো সেটা পারছে না।

আমাদের সম্ভবত নতুন কিছু প্রয়োজন। নতুন তত্ত্ব,  নতুন দর্শন, নতুন জীবন।
মাঝেমধ্যে মনে হয় এমন মহামারির প্রয়োজন ছিল।
কেন প্রয়োজন ছিল ঠিক জানিনা, বা ধরতে পারছি না।

আমরা খুব কাছ থেকে জীবনকে দেখি,
তাই খুব কম দেখতে পারি,

আমাদের Birds View প্রয়োজন, আমাদের একটা চোখে সব দেখা প্রয়োজন।

 

 

 

 

 

 

No comments