Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Pages

Recent Writings

{latest}

তোমার নামে সন্ধ্যা নামে!

  তোমার নামে সন্ধ্যা নামে! কারো নামে কি সন্ধ্যা নামতে পারে? বা দিন শুরু বা দিন শেষ? একেক মানুষের ক্ষেত্রে একেক ব্যাপার। কিছু মানুষের বেলায়...


 তোমার নামে সন্ধ্যা নামে!

কারো নামে কি সন্ধ্যা নামতে পারে? বা দিন শুরু বা দিন শেষ?

একেক মানুষের ক্ষেত্রে একেক ব্যাপার। কিছু মানুষের বেলায় 'কিছু মানুষ' এর নামে দিন শুরু হয় না,  সেই মানুষ গুলোই দিন, সে মানুষই রাত!


সে যাক,
জামালখানের রাস্তা সুন্দর।
শীত সুন্দর।
আর জামালখানের রাস্তায় শীতকে ব্যাখ্যা করা কঠিন।

মানুষের সুখের উপকরণের যৌক্তিক ব্যাখ্যা করা কঠিন।
এই তো কিছুদিন আগে, টেম্পু ড্রাইভার থেকে একজন চকচকে নোট পেয়ে যে পরিমাণ খুশি হয়েছিল, অনেককাল এত সুখী মানুষ দেখিনি বোধহয়!


তীব্র অসুখের মাঝে প্রিয় 'মানুষের পাশে বসা' এক ধরণের মেডিসিনের মত কাজ করে, এটাকে সাহিত্যের ভাষায় Love is the best doctor বলুক কিংবা না বলুক, তাতে কি-ই বা আসে যায়!


সে যাক,
তীব্র দহন,
তীব্র সুখ,
তীব্র একাকীত্ব,
তীব্র তুমি,
তীব্র আমি!

আমাদের এই তীব্রতার জীবনে এখন খুব একটা গায়ে লাগে না শীত বর্ষা কিংবা জ্যোৎস্না রাত!

পিংক ফ্লয়েডের সলো কিংবা রক মেটালের তীব্র ঝাঁজ,
বেসুরো কষ্ট কিংবা পাশাপাশি বসে দু'পাশে দৃষ্টি,
কী সুখ কী অসুখ!

মাঝেমধ্যে মনে হয়,
পাশে থাকাই সুখ; হোক তীব্র অবহেলায় কিংবা তীব্র অ-ভালবাসায়।

আর তখন আমরা পাশে থাকার জন্যে, কাছে যাওয়ার জন্যে কী না করি!
পরিচিত রাস্তা, গলির মোড়, সেই চিরচেনা রঙ, বিল্ডিং, কাটখোট্টা প্রাণহীন শহরে পরিচিত ইট সিমেন্টের খোঁজ করা কিংবা বর্ষায় কদম খোঁজা!



সে যাক,
মানুষের সবচেয়ে বড় আরাধনার বিষয় মানুষ।


অথচ মানুষগুলো মানুষ ধরে রাখতে জানে না। মানুষ গুলো সুযোগ পেলেই আঙুল গলে পালিয়ে যায়।

No comments