Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Pages

Recent Writings

{latest}

ইসরায়েলের হামাস নিধন ও ইন্টেল ঘাটতি

  ইসরায়েল বারবার বলছে তারা সিভিলিয়ানদের টার্গেট করছে না, তারা হামাসকে মারতে চাচ্ছে। ধরে নিই তারা সঠিক। সঠিক ভেবে একটা লাইন টানি-  যদি হামস...

 



ইসরায়েল বারবার বলছে তারা সিভিলিয়ানদের টার্গেট করছে না, তারা হামাসকে মারতে চাচ্ছে।


ধরে নিই তারা সঠিক। সঠিক ভেবে একটা লাইন টানি- 

যদি হামসকেই আক্রমণ করে তাহলে এত সিভিলিয়ান মারা যাচ্ছে কীভাবে?


একটা পরিসংখ্যান বলছে- 

রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত যত জন সিভিলিয়ান মারা গেছে, ইসরায়েল মাত্র ২০-২২ দিনে তারচেয়ে বেশি সিভিলিয়ান মেরেছে। দিনে প্রায় গড়ে ৩৮০ জনের মত করে হত্যা করছে। 


এর কারণ কী?


১। ইসরায়েল বলছে হামাস সাধারণ মানুষকে হিউম্যান শিল্ড হিসেবে ব্যবহার করছে। আচ্ছা ধরে নিই হামাস সেটাই করছে-

এর জন্যে তুমি সবাইকে মেরে ফেলতে পার না। বরং যুদ্ধের টেকনিক ও স্ট্রাটেজি বদলাতে হবে। স্পাই, সিক্রেট মিশন চালাতে হবে। 

এখানে বলা যায় - হয় ইসরায়েল মিথ্যা বলছে কিংবা তাদের স্ট্রাটেজি উন্নত মানের না। তবে যেহেতু তাদের উন্নত অস্ত্র আছে - সে প্রয়োগ করছে।


২। হামাস লুকিয়ে ছিটিয়ে আছে। ধরে নিলাম সত্য -

এইটার জন্যে আসলে ইন্টেল যোগার করা লাগে! ছড়িয়ে ছিটিয়ে আছে মানে এমন না তুমি পুরো শহর ধ্বংস করে দিবা।

তুমি একুরেট ইন্টেল কালেক্ট করবা,  ডাটা নিয়ে এরপর প্রিসাইস হামলা চালাবা যাতে ক্যাজুয়ালিটি কম হয়! 


ইসরায়েল এটা করছে না।  তারা সব ধ্বংস করছে। 


তারমানে ইসরায়েল হয় মিথ্যা বলছে কিংবা ইন্টেল কালেক্ট করার সক্ষমতা নেই। তাই অস্ত্র ব্যবহার করছে। 


এখানে কিছু ব্যাপার -

এই যুদ্ধের গোল কী?

ইসরায়েল বলছে হামাস নিধন। - এটা আসলে অবাস্তব মনে হচ্ছে। কারণ ক'জন নিরীহ মানুষের বিনিময়ে কতজন হামাস মারা যাচ্ছে?

আর এত স্যাটেলাইট - টেক দিয়েও তারা ডাটা পায়নি কেন?


আমার মনে হয় ইসরায়েলের যে মিলিটারি টেকের দম্ভোক্তি সেটা মোটামুটি মলিন হয়ে গেছে।

বিশেষ করে ৭ তারিখ হামলার কোন ইনফু তাদের কাছে ছিল না, বা তথ্য থাকলেও প্রতিরোধ করতে না পারার অক্ষমতা।

যথেষ্ট ইন্টেল না থাকা, হুথিদের কাছে ব্যালাস্টিক মিসাইল থাকা ইত্যাদি। 


সামনে ইসরায়েলকে ভুগতে হবে।


গ্রুপ- International Relations Analysis (Job & Knowledge) 

Telegram - https://t.me/irp2023

No comments