Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Pages

Recent Writings

{latest}

দু:খ - বিবর্ণ রাফি

    আমি ছুঁয়ে দিলেই সব দুঃখ হয়, ক্যামেলিয়া বিবর্ণ, অজস্র তারা খসে যায়, বিদায় নেয় সব রঙ। আমি ছুঁলেই তোমার চোখে জল, চৈত্রে ভরা শ্রাবণ, দরজায় খ...


 

 

আমি ছুঁয়ে দিলেই সব দুঃখ হয়,
ক্যামেলিয়া বিবর্ণ,
অজস্র তারা খসে যায়,
বিদায় নেয় সব রঙ।

আমি ছুঁলেই তোমার চোখে জল,
চৈত্রে ভরা শ্রাবণ, দরজায় খিল,
জোসনা পাল্টে গাঢ় কাল রঙ,
বিক্ষিপ্ত দৃষ্টি, এলোমেলো ভাবনার পথ।


তোমার দিকে পা বাড়ালেই পথে পথে বনধ,
কোটি কোটি যুক্তির বেড়াজাল,
ঘড়ির অনিয়মিত উল্টো দৌড়;
আমি তোমার দিকে এক পা এগুলেই,
সব দুঃখ হয়ে যায়।

No comments