Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Pages

Recent Writings

{latest}

পোল্যান্ডের আকাশ সীমায় রুশ ড্রোন

  পোল্যান্ডের আকাশ সীমায় প্রবেশ করা ড্রোনকে ভূপাতিত করেছে পোল্যান্ড,  রাশিয়ার প্রতিক্রিয়া হতে পারে ভেবে প্রায় ৮৫ হাজার+ সৈন্য মোতায়েন করেছে ...

 


পোল্যান্ডের আকাশ সীমায় প্রবেশ করা ড্রোনকে ভূপাতিত করেছে পোল্যান্ড,  রাশিয়ার প্রতিক্রিয়া হতে পারে ভেবে প্রায় ৮৫ হাজার+ সৈন্য মোতায়েন করেছে রুশ পোল্যান্ড সীমানে।
ন্যাটো থেকে সৈন্য ও অস্ত্র সহায়তা চেয়েছে পোল্যান্ড। 

ওদিকে ট্রাম্প টুইট করেই চলছে।

ইউরোপ অযথাই রাশিয়া ভীতি জাগিয়ে রাখে, কেন রাখে আমার মাথায় আসে না। পৃথিবীর অর্ধেক যুদ্ধ করছে ইউকে ফ্রান্স আমেরিকা। ওদিকে নাম খারাপ রাশিয়ায়। 

রাশিয়ার একটা দুটা স্টেপকে এত বেশি হাইলাইট করে যে, মনে হবে বিশ্বযুদ্ধ লেগে গেছে,
ওদিকে কাতারে হামলা চালায়া দিল ইসরায়েল, 
সিরিয়া, লেবানন, ইয়েমেন, ইরাক আশেপাশের প্রায় সব দেশেই আমেরিকার বানানো বোমা ইসরায়েল মারফত পরেছে। সেটার কিছু না। দৈনিক মশা মাছি মারার মত মানুষ মেরে স্টেটমেন্ট দেয়- আমরা শান্তি চাই!

কোরআন শরীফে এই টাইপ কাজ নিয়ে একটা চমৎকার আয়াত আছে, 
আয়াতটা এমন যে- "তারা মুখে বলে আমরা শান্তি চাই, শান্তির পক্ষে, অথচ তারাই ফ্যাসাদ সৃষ্টিকারী!" 

আপনি ধর্মকে বাইরে রেখে মধ্যপ্রাচ্য সমস্য বুঝতে পারবেন না।

তাই ভাবছি এবার ধর্মের সাপেক্ষে বিশ্বরাজনীতি ব্যাখ্যার চেষ্টা করবো।

No comments