Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Pages

Recent Writings

{latest}

চৌর্যবৃত্তিঃ সংজ্ঞা, প্রকারভেদ ও অন্যান্য

  চৌর্যবৃত্তিঃ সংজ্ঞা, প্রকারভেদ ও অন্যান্য    চুরি (চৌরকার্য, হরণ, আত্মসাৎ, বেদখল ইত্যাদি) যে করে সে চোর। চৌর্যবৃত্তি যার পেশা সে পেশাদার...


 

চৌর্যবৃত্তিঃ সংজ্ঞা, প্রকারভেদ ও অন্যান্য 

 

চুরি (চৌরকার্য, হরণ, আত্মসাৎ, বেদখল ইত্যাদি) যে করে সে চোর। চৌর্যবৃত্তি যার পেশা সে পেশাদার চোর। তবে কেউ সময় ভিত্তিক চোরও হতে পারে।

চুরির সংজ্ঞায়নে বলা যায় যে পণ্যটার মালিক অন্য জন তা কোননা কোন ভাবে বেদখল করাই চুরি। চুরি দণ্ডণীয় অপরাধ, তবে কিছু ব্যতিক্রম আছে। স্থান-কাল-পাত্র বিশেষে চুরির দণ্ড(শাস্তি) ও দণ্ডদাতা বিভিন্ন হতে পারে। অনেক সময় মালিকানা বিতর্কিত হলে চুরি প্রমাণ করা শক্ত।

 

নানান ধরণের চোর কিংবা চুরি!

সিঁধেল চোর

সিঁধকাঠি (সিঁধকাঠি মানে  শাবল বা খুন্তির মত দণ্ড বিশেষ) দিয়ে মাটির কাঁচাবাড়ি দেওয়ালেও গর্ত/সুড়ঙ্গ করে, অতঃপর ভিতরে গোপনে প্রবেশ করে চুরি করে

 

ছ্যাঁচোর/ছিচকে চোর

তারা মূলত ছোটখাটো চুরি করে।

 

বাটপাড়

এরা চালাক মানুষ। এক চোরের চোরাই মাল অরেকজন চুরি (বাটপাড়ি) করলে দ্বিতীয়জনকে বাটপাড় বলে। কথায় বলে: "চোরের উপর বাটপাড়ি"। এছাড়াও তারা সরাসরি চুরি না করেও নানান ছলচাতুরীর মাধ্যমে লোকসান করে।

 

ছিনতাই

হঠাৎ অথবা জোর করে দ্রব্য বা পণ্য কেড়ে নিয়ে বাধা দেবার আগেই পলায়ন করে।

 

ডাকাতি

দলবদ্ধভাবে ভয় দেখিয়ে পণ্য নিয়ে নেওয়াই ডাকাতি। তাদের সুসংগঠিত দল ও সুপরিকল্পিত কর্মপ্রণালী থাকে।

 

এছাড়াওঃ

 

  • লুণ্ঠন/ লুট/ লুটপাট/ লুঠ/ লুঠতরাজ
  • ঠগ
  • জোচ্চুরি
  • অপহরণ
  • ছেলেধরা
  • নারীপাচার চক্র
  • হাইজ্যাক
  • কর (ট্যাক্স) ফাঁকি
  • সই চুরি
  • সই (সাক্ষর) নকল করা।
  • হ্যাকিং
  • নকল টাকা

 

 

ক্লেপ্টোম্যানিয়া হল দরকার না থাকলেও চুরি করার অদম্য ইচ্ছার মানসিক রোগ।

 

No comments