Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Pages

Recent Writings

{latest}

মানুষ কখন অপরাধী? - রাফিউ আহমেদ

        মানুষ কখন 'অপরাধী' হয়?  অপরাধ করলে অপরাধী হয় নাকি অপরাধ প্রকাশ পেলে অপরাধী হয়? এটার উত্তর হিসেবে আরেকটা প্রশ্ন করা যায়, ...

 

 
 
মানুষ কখন 'অপরাধী' হয়?  অপরাধ করলে অপরাধী হয় নাকি অপরাধ প্রকাশ পেলে অপরাধী হয়?
এটার উত্তর হিসেবে আরেকটা প্রশ্ন করা যায়, 'কার কাছে অপরাধী হয়?'

ধর্মের বা সৃষ্টিকর্তার কাছে, অপরাধ করলেই অপরাধী। কারণ সৃষ্টিকর্তার কাছে কিছু গোপন থাকে না। 
কিন্তু মানুষ বা সমাজ বা প্রতিষ্ঠান যেহেতু সব জানে না, সেক্ষেত্রে কাউকে অপরাধী বলার জন্যে অবশ্যই অপরাধ প্রকাশিত হতে হয়। 

অপরাধের ক্ষেত্রে এটা খুবি গুরুত্বপূর্ণ ব্যাপার। আর এ জন্যেই অপরাধীরা চেষ্টা করে কোন না কোন ভাবে অপরাধ লুকিয়ে রাখতে। সেটা বুদ্ধি বা টাকা বা ক্ষমতা যেভাবেই হোক না কেন।

আপনি যখন সামাজিক ক্ষেত্রে অপরাধের কথা বলবেন, এখানে কিছু সাধারণ ব্যাপার দেখা যায়। কম বেশি অপরাধ সবাই করে। কমবেশি নিয়ম সবাই ভাঙে। অন্তত কিছু অপরাধকে আমরা অপরাধ ভাবিই না। যেমন ধরুন ওপেন প্লেসে সিগারেট ফুঁকা, রাস্তায় গাড়ি পার্ক করা ইত্যাদি।  

যেহেতু অপরাধ প্রকাশ হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, সেক্ষেত্রে এমনও হয় যে, পুলিশ একজন অপরাধীকে ধরে নিয়ে গেলে অন্য জন (যার অপরাধ প্রকাশিত হয় নি)  সেও নিরপরাধ ব্যক্তির মতই সেই অপরাধীর বিরুদ্ধে কথা বলে বা ভাষণ দেয়। 

অপরাধের ক্ষেত্রে আমাদের আশেপাশে দু'টা ব্যাপার প্রায়ই ঘটে।
 
প্রথমত, অপরাধ প্রকাশিত না হওয়া ব্যক্তি বা ক্ষমতা টাকার জোরে অপরাধ থেকে মুক্ত পাওয়া ব্যক্তি নিজেকে নিষ্পাপ ভেবে সেই অপরাধের বিপক্ষেই আন্দোলন করে।
এতে মানুষ কনফিউজড হয়ে যায় এবং সমাজ বা প্রতিষ্ঠানের উপর বিশ্বাস হারিয়ে ফেলে।
 
দ্বিতীয়ত, 
কম বেশি অপরাধ বা নিয়মকানুন সবাই ভাঙে জেনে-বুঝে না অজান্তেই। খুব কম মানুষই বলতে পারবে সে সারাজীবনে কোন ভুল করে নাই, এমন কোন কাজ করে নাই যা রাষ্ট্র বা সমাজের নিয়মবহির্ভূত। 
এক্ষেত্রে সবচেয়ে বড় চিন্তার বিষয় হল, যদি এমন হয়ে যায় যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যক্তির অপরাধ সম্পর্কে ওয়াকিবহাল কিন্তু পদক্ষেপ নিচ্ছে না। কিন্তু পরে যেকোনো সুবিধাজনক সময়ে আগের কাজের জন্যে বা চলমান কাজের জন্যে হঠাৎ অপরাধী ঘোষণা করে দেওয়া হয়। 
 
এই জিনিসটা একটু ক্রিটিক্যাল ও ভয়াবহ। অনেকটা জিম্মি রাখার মতই। 
 
আমরা যখন জ্ঞানের থেকে নৈতিকতাকে আলাদা করে ফেলি, তখনি এসব বেশি হয়। 
 


No comments