২য় রাশিয়া - আফ্রিকা সামিট লোকেশন: সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া রাশিয়া ইতোমধ্যে ২টা ঘোষণা দিয়েছে: ১। আপাতত ৬টা আফ্রিকান দেশে ফ্রি ২৫...
২য় রাশিয়া - আফ্রিকা সামিট
লোকেশন: সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া
রাশিয়া ইতোমধ্যে ২টা ঘোষণা দিয়েছে:
১। আপাতত ৬টা আফ্রিকান দেশে ফ্রি ২৫-৫০ হাজার টন খাবার দিবে।
২। আফ্রিকান দেশ গুলোর প্রায় ২৩ বিলিয়ন ঋণ মওকুফ করেবে।
আফ্রিকান দেশগুলো থেকে প্রত্যাশা:
১। মাল্টিপোলার বিশ্ব ব্যবস্থার পক্ষে থাকবে।
২। নব্য ঔপনিবেশবাদ এর বিরুদ্ধে লড়াই করবে। অর্থাৎ পশ্চিমা পন্থী মনোভাব ত্যাগ করবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া আফ্রিকান দেশগুলির পাওনা প্রায় 23 বিলিয়ন ডলার ক্ষমা করবে এবং মহাদেশের সংগ্রামী দেশগুলিকে বিনামূল্যে শস্য দেবে।
সেন্ট পিটার্সবার্গে একটি শীর্ষ সম্মেলনে, পুতিন এবং আফ্রিকান নেতারাও একাধিক ক্ষমতা কেন্দ্রের সাথে একটি বিশ্বব্যবস্থাকে সমর্থন করতে এবং "নব্য ঔপনিবেশিকতার" বিরুদ্ধে লড়াই করতে সম্মত হন।
কৃষ্ণ সাগর রপ্তানি বন্ধ করার পর রাশিয়া সরাসরি ছয়টি দরিদ্র আফ্রিকান দেশকে শস্য সরবরাহ করবে।
মার্কিন নিষেধাজ্ঞার হুমকি এবং রাশিয়াকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা সত্ত্বেও, 54টি আফ্রিকান দেশের মধ্যে 49টি শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে।
আমেরিকা ও তার বন্ধু দেশের পদক্ষেপ:
১। আফ্রিকান দেশগুলোকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। ২। ফ্রি শস্য প্রদানের তীব্র সমালোচনা করেছে, তাদের মতে এটা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাপোর্ট পাওয়ার অপচেষ্টা।
তবে আমেরিকার চোখ রাঙানো খুব একটা কাজে আসবে বলে মনে হয় না। কারণ রাশিয়া বলয় যথেষ্ট শক্তিশালী হচ্ছে, যদিও তাদের নিজেরদের মধ্যেও যথেষ্ট অমিল ও প্রতিযোগিতা আছে, এখানে দুটা ব্যাপার খুবই গুরুত্ব পাবে:
১। EU কি স্টেপ নিবে।
২। তুরস্ক কোন দলে ভীরবে। তবে আমেরিকার পক্ষে বা ন্যাটোতে তুরস্কের সার্বিক সহযোগিতা পেতে হলে তুরস্ককে যথেষ্ট পরিমাণ ফ্যাসিলিটি দিতে হবে, তার মধ্যে সবচেয়ে উপরেই রয়েছে তুরস্ককে EU তে অন্তর্ভূক্তি!
পশ্চীমারা মোটামুটি ভালই চাপে পড়েছে এটা বলাই যায়।
No comments